চট্টগ্রামে বিরল প্রজাতির চশমাপরা হনুমান উদ্ধার, পাচারকারী আটক

চট্টগ্রামের চন্দনাইশে বিরল প্রজাতির এক চশমাপরা হনুমান উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পাচারকারী মো. জসীম উদ্দীন (৪০) নামের এক বাস ড্রাইভারকে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় এস আলম পরিবহনের একটি বাস তল্লাশি চালিয়ে বাসের ব্যাটারি বক্সের ভেতর থেকে বিরল প্রজাতির চশমাপরা হনুমানটি উদ্ধার করা হয়। ঢাকা পাচারের জন্যই এটি বাসে করে নিয়ে যাওয়া হচ্ছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাস ড্রাইভারকে সাজা দেন।

মো. জসীম উদ্দীন (৪০) এস আলম পরিবহনের বাসের ড্রাইভার। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মৃত সামছুল আলমের ছেলে তিনি।

উদ্ধার করা পরে বিরল প্রজাতির হনুমানটি চট্টগ্রাম চিড়িয়াখানায় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি একটি বিপন্ন শ্রেণির প্রাণী।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, একটি বিরল প্রজাতির চশমাপরা হনুমান পাচারের জন্য ঢাকায় নেওয়া হচ্ছিলো। পরে সেখান থেকে বিদেশে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির চশমাপরা হনুমানটি উদ্ধার করা হয়। পাচারকারীকে আটক করা হয়েছে।

Yakub Group

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে মো. জসীম উদ্দীন চকরিয়া থেকে চট্টগ্রাম নিয়ে সেখান থেকে ঢাকায় এবং পরে কৌশল বিদেশে পাচারের কথা স্বীকার করেন। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দু’মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!