শ্রমিক লীগ নেতা রহমত উল্লাহর স্মরণসভায় সাবেক মেয়র নাছির

দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শ্রমিক লীগ নেতা রহমত উল্লাহর স্মরণসভায় সাবেক মেয়র নাছির 1

মঙ্গলবার (২৪ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মো. রহমত উল্লাহ চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় আ জ ম নাছির বলেন, ‘শ্রমিকেরাই হচ্ছেন দেশের চলমান উল্পুয়নের প্রাণ ভোমরা। তাই তাদের জীবনমানের উন্নয়েন সরকার কাজ করছেন। সর্বস্তরের শ্রমিক-কর্মচারিদের বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃিদ্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু শ্রমিক-কর্মচারিই নয়, দেশের সব খাতেই উন্নয়ন হয়েছে। মানুষের ভাগ্য বদলেছে। তাই আগামী নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনার প্রার্থীদের জয়ী করে এই ধারা অব্যাহত রাখতে হবে।’

বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব ও বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বায়ক মুহাম্মদ এয়াকুবের সভাপতিত্বে সদস্য সচিব মিরন হোসেন মিলনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রিয় সহ সভাপতি মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ, শফর আলী, শাহাব উদ্দিন, প্রয়াত রহমত উল্লাহ’র মেয়ে মহিলা লীগের কেন্দ্রিয় আইন বিষয়ক সম্পাদক রুবা হাসান।

বক্তব্য রাখেন রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম, মেঘনা পেট্রোলিয়াম সিবিএ সভাপতি সাদিকুর রহমান, সমন্বয় পরিষদের নেতা মো. আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, তাজুল ইসলাম।

আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম ঘাট-গুদাম শ্রমিক নেতা মো. লাদেন, প্রয়াত রহমত উল্লাহ’র ছেলে হাবিব উল্লাহ ভাস্ক‹র, শ্রমিক নেতা কামল উদ্দিন, মো. জাহাঙ্গীর, সিরাজ উল্লাহ, শেখ মো. মহিউদ্দিন, হকার্স নেতা মো. লোকমান, মো. লেদু, মো. হারুন, শ্রমিক লীগ নেতা আনোয়ার আলম প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!