চট্টগ্রামে বিদ্যুৎ অফিসের কর্মচারীকে অপহরণচেষ্টা, আটক ২

অফিস শেষ করে বাসায় যাচ্ছিলেন খুলশী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নিম্নমান সহকারী ফিরোজ আহম্মেদ। চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকার টেক্সটাইল মোড়ে আসলে ছয়জন যুবক এসে ঘিরে ধরে ফিরোজকে। ফিরোজের বাড়ি কুষ্টিয়া জানার পরই কিছু বুঝে ওঠার আগে তাকে ছুরি দেখিয়ে অটোরিকশা করে একই এলাকার একটি নির্মাণাধীন ভবনে আটকে রাখা হয়। দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও অপহরণকারীরা ফিরোজের মোবাইল ফোনসহ বিকাশ ও ব্যাংকের কার্ডের মাধ্যমে মোট ১৮ হাজার টাকা তুলে নিয়ে তাকে ছেড়ে দেয়। পরে তিনি থানায় অভিযোগ করলে ঘটনার একদিন পর আটক করা হয় দুই অপহরণকারীকে।

শনিবার (৬ জুলাই) রাতে অপহরণের শিকার হন ফিরোজ আহম্মেদ। পরে দুই অপহরণকারীকে আটক করা হলেও বিষয়টি মঙ্গলবার বায়েজিদ থানার পক্ষ থেকে জানানো হয়।

আটক দুজন হলেন—মো. সৈয়দুল করিম (২৬) ও মো. আরমান আলী রাজ (২৬)।

এ বিষয়ে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তার অভিযোগের পর পাহাড়িকা আবাসিক এলাকা থেকে সোমবার প্রথমে সৈয়দুল করিমকে আটক করা হয়। তার কাছ থেকে ফিরোজের মোবাইল ও নগদ এক হাজার টাকা উদ্ধার করা হয়। এরপর করিমের দেওয়া তথ্যমতে, রৌফাবাদ থেকে আরমান আলী রাজকে আটক করা হয়।

আটক দুজনকে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্য অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে বলে জানান ওসি।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm