চট্টগ্রামে নিম্ন আদালতের নয়টি পদে বিচারকদের রদবদল করা হয়েছে। এদের সকলেই জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ। চট্টগ্রামের নয়জনসহ সারা দেশে মোট ৮১ জন বিচারককে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) আইন মন্ত্রণালয় এ বিষয়ে চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে আইন ও বিচার বিভাগ।
ফেনী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আসাদুজ্জামান খানকে চট্টগ্রাম জেলা দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে। তাকে রোববার (১ সেপ্টেম্বর) দায়িত্ব হস্তান্তরের পর নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেনকে চট্টগ্রাম দেউলিয়া আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ বেগম আঞ্জুমান আরাকে ঢাকার দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্টের রেজিস্ট্রার (যুগ্ম জেলা জজ) হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবারের (৩ সেপ্টেম্বর) মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেছাকে চট্টগ্রাম দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা জজ) হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুরাদ এ মাওলা সোহেলকে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সচিব (জেলা জজ) এবং চট্টগ্রাম প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য (জেলা জজ) ফারুক আহমেদ নির্বাচন কমিশন সচিবালয় (প্রেষণে) যুগ্মসচিব (জেলা জজ) হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে বগুড়ার জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরীকে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক (জেলা ও দায়রা জজ), চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মো. জাকির হোসেনকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ এবং চট্টগ্রাম দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা জজ) এসএম জিল্লুর রহমানকে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে বদলি করা হয়েছে।
তাদের সকলকে মঙ্গলবারের (৩ সেপ্টেম্বর) মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
সিপি