চট্টগ্রামে বিচারককে ঘুষ দিতে গিয়ে ক্লোসড হলেন পুলিশ সদস্য

চট্টগ্রামের বায়েজিদ থানার এক পারিবারিক মামলায় বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগে দুলাল মিয়া নামে এক কনস্টেবলকে ক্লোসড করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) চট্টগ্রাম ৩য় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালতে এই ঘটনা ঘটে।

কনস্টেবলকে ক্লোসড করার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অপারেশন) এএসএম মাহাতাব উদ্দিন।

এএসএম মাহাতাব উদ্দিন বলেন, ‘কোর্ট থেকে তাকে ক্লোসড করা হয়েছে। বাকি বিষয় জানা নেই। আগামীকাল বিস্তারিত জানবো।’

দুলাল মিয়া বায়েজিদ থানার জিআরও শাখায় কর্মরত।

আরএস/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!