চট্টগ্রামের বাঁশখালীতে বিকাশকর্মীর টাকা ছিনতাইয়ের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, দুটি মোবাইল ফোন ও নগদ ৪৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুই আসামি হলেন বাঁশখালীর ৩ নম্বর খানখানাবাদ ইউনিয়নের ডোংরার আবু তাহেরের ছেলে মো. বাহার চৌধুরী (২৬) ও ৪ নম্বর বাহারছড়া ইউনিয়নের চাপাছড়ির রফিক আহম্মদের ছেলে মো. বোরহান উদ্দিন (২৫)।
সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম নগর এবং বাঁশখালীর পুকুরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, বাঁশখালীতে এক বিকাশকর্মীর কাছ থেকে ২ লাখ ৬৮ হাজার টাকা ছিনতাই করে বাহার ও বোরহান।
এরপর তারা গা-ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহসান হাবীব ও এএসআই আব্দুল খালেক অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করেন।
ডিজে