চট্টগ্রামে বিএনপির অবরোধে শহর পাহারা দিচ্ছে আওয়ামী লীগ

বিএনপি ও জামায়াতের চতুর্থ দফার ডাকা অবরোধে শহর জুড়ে পাহাড়া দিচ্ছে নগর আওয়ামী লীগ। সরজমিনে বিভিন্ন মোড় ঘুরে দেখা যায়, সকাল থেকেই অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। শহরের ১৯টি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান করছেন তারা।

রোববার (১২ নভেম্বর) চতুর্থ দফায় ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে এ চিত্র দেখা গেছে।

অবরোধের নামে বিএনপি-জামায়াতের তাণ্ডব থেকে জণগনের মাল রক্ষায় এ কর্মসূচি ঘোষণা করেছে নগর আওয়ামী লীগের নেতারা।

নগর আওয়ামীলীগ সূত্রে জানাযায়, প্রথম ও দ্বিতীয় দফায় নগরীতে একাধিক স্থানে গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনার পর থেকেই শক্ত অবস্থানে রয়েছে আওয়ামী লীগ।

নগরীর দারুল ফজল মার্কেট চত্বর, কাটগর মোড়, সল্টগোলা ক্রসিং মোড়, বাদামতলীর মোড়, নয়া বাজার মোড়, এ.কে খান মোড়, সিটি গেইট মোড়, ওয়াসা মোড়, মুরাদপুর মোড়, বহাদ্দারহাট মোড়, কাপ্তাই রাস্তার মাথা মোড়, অক্সিজেন মোড়, আমান বাজার মোড়, মতি টাওয়ার মোড়, বাকলিয়া এক্সেস রোড মোড়, নতুন ব্রিজ মোড়, আন্দরকিল্লা মোড় ও দেওয়ান হাট মোড়ে অবস্থান ও সমাবেশ করার নির্দেশও দেওয়া হয় নগর আওয়ামীলীগের পক্ষ থেকে।

নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন প্রত্যেক ওয়ার্ডের সকল নেতা কর্মীকে অবস্থান গ্রহনের আহ্বান জানান।

সেই নির্দেশ অনুযায়ী সকাল থেকেই প্যান্ডেল তৈরি করে মাইক বাজিয়ে নিজেদের অবস্থান জানান দিতে থাকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

তবে আওয়ামী লীগের শক্ত অবস্থানের পরও অনেকটা চোরাগুপ্তাভাবে বিক্ষিপ্ত মিছিল করেছে বিএনপি। যদিও মিছিলে নেতাকর্মীদের উপস্থিতি ছিল হাতেগোনা।

অবরোধের পক্ষে সকাল থেকে নগরীর একাধিক জায়গায় মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

নগরীর হামজারবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করে পাঁচলাইশ থানা যুবদল। নগরীর এক্সেস রোডে মিছিলে অংশ নেন ডবলমুরিং থানা যুবদলের নেতা কর্মীরা।
কোতোয়ালী থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা মিছিল করেন নগরীর আছাদগঞ্জ এলাকায়।

পাহাড়তলী এলাকার নয়া বাজার বিশ্বরোড ও ডি টি রোড এলাকায় মিছিল করে পাহাড়তলী থানা ছাত্রদলের নেতা কর্মীরা।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের পক্ষে নগরীর পোর্ট কানেকটিং রোডে মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও সদরঘাট, শাহ আমানত ব্রীজ, বায়েজিদ এলাকা ও খুলশিতেও মিছিল করে সংগঠনটি।

যদিও সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধে কোনো সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। বিকেল পর্যন্ত পুলিশও কাউকে আটক করেনি।

বিএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm