চট্টগ্রামে বাবাকে হাত-পা বেঁধে খুন করে পালাল দুই ছেলে

চট্টগ্রামের কর্ণফুলীতে প্রবাসী দুই ছেলের হাতে খুন হয়েছেন তাদের বাবা। হাত-পা বেঁধে বাবাকে হত্যার পর এলাকা থেকে পালিয়েছে দুই ছেলে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়উঠান ইউপির শাহমীরপুর ৬ নম্বর ওয়ার্ড গোয়াল বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নুরুল হক চৌধুরী (৭০)।

ঘাতক দুই ছেলে হলেন—নেজাম উদ্দীন (৩৩) ও মিজান (২৭)। তারা দুজনই প্রবাসী। তাদের মধ্যে বড় ছেলে নিজাম গত শুক্রবার কাতার থেকে ও ছোট ভাই মিজান বুধবার সকালে দুবাই থেকে দেশে ফিরেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিহত নুরুল হক চৌধুরীর সঙ্গে তার স্ত্রী-সন্তানের ঝগড়া চলছিল। সম্ভবত জমি-জমা নিয়ে ঝগড়া হতো তাদের মধ্যে। নুরুল হক চৌধুরী একাই থাকতেন, স্ত্রী-সন্তানরা তার দেখাশোনা করতো না। নিজেই রান্না করে খেতেন।

জানা গেছে, গত শুক্রবারে তার বড় নেজাম উদ্দীন দেশে আসে, তারপরও সব কিছু স্বাভাবিক ছিল। হঠাৎ করে বুধবার সকালে দেশে ফিরে আসে তার ছোট ছেলে মিজান। বিকাল পর্যন্ত সব ঠিক থাকলেও সন্ধ্যা পর দুই ছেলে বৃদ্ধ বাবার হাত-পা বেঁধে হত্যা করে পালিয়ে যায়।

তবে খুনের বিষয়ে কিছুই জানেন না এমনটাই দাবি নিহতের স্ত্রী লুতফর নাহারের।

কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, প্রবাসফেরত দুই ছেলে মিলে বাবাকে খুন করে পালিয়ে গেছে—এমন খবরে পুলিশ ঘটনারস্থলে গিয়ে বৃদধের লাশ উদ্ধার করে। একইসঙ্গে নিহতের স্ত্রী লুতফর নাহারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় মামলা রুজু করা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm