চট্টগ্রামে বাইক আরোহীর মুহূর্তেই মৃত্যু কাভার্ড ভ্যানের ধাক্কায়

চট্টগ্রামের কাভার্ড ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। চট্টগ্রাম নগরীর সিটি গেইটের আগে বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন সড়কে এ ঘটনা ঘটে।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের সময় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া ব্যাগে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্রে থাকা ছবি ও নিহতের ছবির মিল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরিচয় পত্রে দেখা গেছে, নিহত ব্যক্তির নাম এলভেন ডায়েস। তিনি সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুরের এম ইউ ফ্যাশন লিমিটেড নামে এক প্রতিষ্ঠানে সিকিউরিটি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

এলভেন ডায়েস নগরীর পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাতটার দিকে কাভার্ড ভ্যানটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। সাথে সাথে কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হন।

আকবর শাহ থানার এসআই সুজন আচার্য চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, কাভার্ড ভ্যানের ধাক্কায় একজন নিহত হয়েছেন। কাভার্ড ভ্যানটি পালিয়ে যাওয়ায় জব্দ করা যায়নি।

আরএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm