চট্টগ্রাম নগরে সামাজিক সংগঠন বটবৃক্ষের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যাবলী নিয়ে আলোচনা এবং নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে পৃথ্বীরাজ চৌধুরীকে সভাপতি, রোহান উল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, ফারদিন সুরাতকে সহ-সভাপতি এবং আবু সায়ীদ আলভীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টায় নগরের কদম মোবারক উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সংগঠক অমিত দে অভির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন আলিফ আহমেদ, অন্তর বিজয়, মাশফিকুল নিহাল, সৌরভ বড়ুয়া, তাফিম রহমান, নাঈমুল হক, সামিউল হোসেন, জান্নাতুল নায়েম ইসমি, শাউলি বোস, ফারহানা এরশাদ সাদিয়া, তাসনিম জাহান রুহি, অর্পণ সেন, আবির হোসেন, রাহাত রেজা, আহমেদ তায়েব নিশান, তিতাস খান, মোহাম্মদ রিয়াদুল ইসলাম, ঋত্বিক মুৎসুদ্দী ও শাফিন হোসেন।
২০২১ সাল থেকে সামাজিক সংগঠন ‘বটবৃক্ষ’ সচেতনতা ও অনুদানমূলক কার্যক্রম করে যাচ্ছে।