চট্টগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন হাজারও শ্রমিক-কর্মচারী
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী
নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর অন্তর্ভূক্ত সিবিএ-নন সিবিএ বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ। বুধবার (২৩ জুন) বেলা ১১টায় চট্টগ্রাম জেলা শিল্প একাডেমিতে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি শফর আলী, শ্রমিক লীগ নেতা শফি বাঙালী, সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব মুহাম্মদ এয়াকুব, সদস্য সচিব মিলন হোসেন মিলন, যুগ্ম আহবায়ক মো. আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, বেলাল উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন চৌধুরী, নুরুল আলম লেদু, উসমান গনি, সুনীল দেবনাথ, শাহ আলমগীর, মহিলা শ্রমিক লীগ নেতা রুবা হাসান চৌধুরী, আনোয়ারা আলম, সেলিনা খান প্রমুখ। এছাড়া জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, দোকান কর্মচারি, রেলওয়ে এবং শিল্প-কারখানাসহ বিভিন্ন সেক্টরের বিপুল সংখ্যক শ্রমিক-কর্মচারি কর্মসূচিতে অংশ গ্রহন করেন।
পুস্প অর্পণ শেষে শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সিবিএ-নন সিবিএ বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদ আহ্বায়ক মুহাম্মদ এয়াকুবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক লীগ নেতা শফর আলী।
সমাবেশে বক্তারা বলেন, ‘স্বাধীনতা বিরোধী ও তাদের দোসরদের নানামুখী ষড়যন্ত্রের পরও দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়তে দেশ স্বাধীন করেছিলেন, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সেই ম্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। তাই দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।’