কোনো ঘোষণা ছাড়াই চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার সব ফাইবার ক্যাবল স্থানীয় কাউন্সিলর শৈবাল দাশ সুমনের নেতৃত্বে কেটে দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। ফেসবুকে ভাইরাল হওয়ার আশায় কাউন্সিলর শৈবাল দাশ সুমনের ‘খামখেয়ালি’ কাজে দুঃখ প্রকাশ করে মেয়র এমন কাণ্ডে ভোগান্তিতে পড়া গ্রাহকদের প্রতিও দুঃখ প্রকাশ করেছেন।
এর আগে বৃহস্পতিবার (৬ অক্টোবর) হঠাৎ করেই ফেসবুক লাইভে এসে চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার ফাইবার ক্যাবলগুলো কেটে দেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন। এর ফলে জামালখানই শুধু নয়, সংযুক্ত চকবাজার ও বাকলিয়াসহ নগরের বেশ কিছু এলাকায়ও ইন্টারনেট ও স্যাটেলাইট চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যায়। এর মধ্যে কোন কোন আইএসপির টেকনিশিয়ানরা ফাইবার ক্যাবল পুনঃস্থাপনের কাজ করতে গেলে কাউন্সিলর শৈবাল দাশ সুমন তাদের বাধা দেন। ক্যাবল পুনঃস্থাপন করতে কেউ এলে তাদের বেধে রাখার হুমকিও দেন তিনি।
এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় নগরবাসীর মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনায় ফেটে পড়েন সাধারণ মানুষ।
সমালোচনার মুখে বৃহস্পতিবার রাতেই ক্যাবল অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএ) প্রতিনিধিদের সঙ্গে বহদ্দারহাটের বাসভবনে বৈঠকে বসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।
বৈঠকে মেয়র রেজাউল ইন্টারনেট ও স্যাটেলাইট চ্যানেলের ক্যাবল বিচ্ছিন্ন করাকে ‘নাশকতামূলক কর্মকাণ্ডের’ সঙ্গে তুলনা করে বলেন, ‘ক্যাবল কাটার বিষয়টি আমি জানতাম না। এটি সিটি কর্পোরেশনের বা মেয়রের সিদ্ধান্ত ছিল না। আমি যদি জানতাম, তাহলে আগে সবার সঙ্গে আলোচনা করতাম।’
তিনি বলেন, ‘বিউটিফিকেশনের জন্য তারের জঞ্জাল সরানোর দরকার আছে। কিন্তু এটা তো হুট করে হবে না। এখন ডিজিটাল যুগ। এক মুহূর্ত ইন্টারনেট ছাড়া থাকতে হলে কী ভোগান্তি হয় সেটি আমি বুঝি।’
মেয়র দুঃখ প্রকাশ করে বলেন, ‘আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, গ্রাহকদের ভোগান্তি হয়েছে— এটা তো আমি আর ফেরত দিতে পারব না। আমি দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে, গ্রাহকদের কাছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আর হবে না, এটি আশ্বস্ত করছি। কোনো সিদ্ধান্ত যদি নিতে হয়, আমি আপনাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নেবো।
মেয়র রেজাউল এরপর ক্যাবল অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএ) নেতৃবৃন্দকে কর্মসূচি প্রত্যাহার করে ক্যাবলগুলো মেরামত করে ইন্টারনেট সার্ভিস ও চ্যানেলের সম্প্রচার আবারও শুরু করার জন্য অনুরোধ জানান।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে কাউন্সিলর শৈবাল দাশ সুমন নিজে দাঁড়িয়ে থেকে চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার ডিশ ও ফাইবার ক্যাবলগুলো কেটে দেন। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় জামালখান এলাকার কয়েকটি ব্যাংকের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। এছাড়াও অনলাইননির্ভর এটিএম বুথগুলোও নিষ্ক্রিয় হয়ে পড়ে।
এ ঘটনার পর সদস্যদের কাছে পাঠানো ইন্টারনেট সার্ভিস প্রভাইডার এসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক রাজীব শাহরিয়ার ও সহসভাপতি আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক চিঠিতে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত জামালখান ওয়ার্ডে ফাইবাল ক্যাবল পুনঃস্থাপন, ফাইবার ক্যাবল মেইনটেন্যান্স ও নতুন সংযোগ প্রদানসহ সব ধরনের ইন্টারনেট সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নেতারা অভিযোগ করেন, ২১ নং জামালখান ওয়ার্ডের কমিশনার (কাউন্সিলর) কর্তৃক ফাইবার ক্যাবল কাটার কারণে জামালখান এলাকার বিভিন্ন স্থানে ইন্টারনেট সার্ভিস বন্ধ আছে। ইতিমধ্যে বিভিন্ন আইএসপির টেকনিশিয়ানরা ওই এলাকায় ফাইবার পুনঃস্থাপনের কাজ করতে গেলে ওয়ার্ড কাউন্সিলর তাদের বাধা দেন। এই প্রেক্ষিতে টেকনিশিয়ানদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকায় তারা সব ধরনের ইন্টারনেট সংক্রান্ত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
কাউন্সিলর শৈবাল দাশ সুমনের নেতৃত্বে ক্যাবল কেটে দেওয়ার পরপরই চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার ফাইবার ক্যাবলের সঙ্গে সংযুক্ত জামালখান, রহমতগঞ্জ, দেওয়ান বাজার, খাতুনগঞ্জ, চকবাজার, পূর্ব বাকলিয়া, পশ্চিম বাকলিয়া, মোহরা, চান্দগাঁও, বহদ্দারহাট, চাক্তাই, বোয়ালখালী, কর্ণফুলী ও পটিয়া পর্যন্ত সম্প্রচার বন্ধ হয়ে যায়।
ইন্টারনেট সার্ভিস প্রভাইডার এসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক রাজীব শাহরিয়ার চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বর্তমান সময়ে ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ সেবা। জামালখান এলাকার সঙ্গে চট্টগ্রাম নগরের বেশ কিছু থানা এলাকার ফাইবার লাইন সংযুক্ত রয়েছে। সেখানেও লাইন বিচ্ছিন্ন হওয়ায় বিপাকে পড়েন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও কোম্পানির লোকজন।’
জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২১ নম্বর জামাল খান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গত পরশু হাজী বিরানির সামনের রেস্টুুরেন্টে অগোছালো তারের জঞ্জালে আগুন ধরে যায়। সেটি দেখার পর আমি জামালখান এলাকার সমস্ত টানা ডিস ও ফাইবার ক্যাবল কেটে দেওয়ার সিদ্ধান্ত নিই।’
সিপি