চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সব শাখা সাময়িক বন্ধ

টাকা আনতে পুলিশ প্রহরা না মেলাই কারণ

চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সবগুলো শাখা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। নগদ টাকার সংকট ও নিরাপত্তাহীনতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, পুলিশ প্রহরায় বাংলাদেশ ব্যাংক থেকে টাকা স্থানান্তর করা গেলেই সবগুলো শাখা যে কোনো সময় আবার চালু হবে।

বুধবার (৭ আগস্ট) দুপুর ১টায় ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে চট্টগ্রামে শাখা বন্ধের ওই নির্দেশনা পাঠানো হয়। ব্যাংক এশিয়া ও ইউসিবিএলেও একই সংকট দেখা গেলেও ব্যাংকগুলোর কোনো শাখা এখন পর্যন্ত বন্ধের ঘোষণা আসেনি।

সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একটি শাখায় হামলার ঘটনা ঘটে। এছাড়া ঢাকায়ও বেশ কয়েকটি শাখায় হামলা হয়। এছাড়া গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে চলমান আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর সৃষ্ট আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় বাংলাদেশ ব্যাংক থেকেও নগদ অর্থ আনতে পারছিল না ব্যাংকটি। মূলত এ কারণে চট্টগ্রামে ব্যাংকটির শাখাগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

ব্যাংকটির একজন কর্মকর্তা জানান, বুধবারও (৭ আগস্ট) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখায় তিন কোটি টাকার লেনদেন হয়েছে। অন্য শাখাগুলোতেও উল্লেখযোগ্য পরিমাণ অর্থের লেনদেন হয়েছে।

চট্টগ্রাম প্রতিদিনকে ওই কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং বাংলাদেশ ব্যাংক থেকে টাকা স্থানান্তরে পুলিশের নিরাপত্তা পাওয়া গেলেই যথারীতি ব্যাংকটি স্বাভাবিক কার্যক্রম শুরু করবে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm