চট্টগ্রামে প্রীতিলতার নামে সড়ক

ব্রিটিশবিরোধী আন্দোলনের কর্মী প্রীতিলতার নামে চট্টগ্রামের একটি আঞ্চলিক মহাসড়কের নামকরণ করেছে সরকার। পটিয়া থেকে বোয়ালখালী পর্যন্ত ১২ কিলোমিটার জেলা মহাসড়কের নতুন নামকরণ করা হয়। সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন নামকরণের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের দোহাজারী সড়ক বিভাগের অধীনে পটিয়া-বোয়ালখালী (কানুনগোপাড়া) ১২ কিলোমিটার দীর্ঘ জেলা মহাসড়ক ‘প্রীতিলতা সড়ক’ নামে নামকরণ করা হলো।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

প্রীতিলতার পুরো নাম প্রীতিলতা ওয়াদ্দেদার। তার জন্ম ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামে। প্রীতিলতা মাস্টারদা সূর্যসেনের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পরিচালিত সশস্ত্র সংগ্রামে প্রীতিলতাকে প্রথম আত্মোৎসর্গকারী নারী হিসেবে চিহ্নিত করা হয়।

১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর প্রীতিলতা পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে নেতৃত্ব দেন। পরে অবশ্য ঔপনিবেশিক পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরের দিনই তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহুতি দেন।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm