চট্টগ্রামে প্রথম সাংবাদিক করোনায় আক্রান্ত

চট্টগ্রামে প্রতিদিন যে সাংবাদিকরা করোনার খবর জনগণকে জানান, তাদের একজন করোনায় আক্রান্ত হলেন। ইউএনবি প্রতিনিধি ও অনলাইন পোর্টাল পাঠক ডট নিউজের সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত কোনো সাংবাদিক।

তিনি নিজে চট্টগ্রাম প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সাইফুল ইসলাম শিল্পী জানান, শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। তার জ্বর ছিল বলে গত ১০ মে তিনি বিআইটিআইডিতে তার নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। বেশ কয়েকবার যোগাযোগ করে বিশেষ অনুরোধে তার নমুনা দুই দিনের মাথায় পরীক্ষা করা হয়। মঙ্গলবার যে রিপোর্ট দেওয়া হচ্ছে সেগুলো ৭ মে তারিখে দেওয়ার নমুনার।

স্ত্রী, দুই সন্তানসহ আরও চারজনের দ্রুত নমুনা পরীক্ষা করার চেষ্টা করবেন জানিয়ে সাইফুল ইসলাম শিল্পী বলেন, ‘আমি আপাতত বাসায় থেকেই চিকিৎসা নেবো বলেই ঠিক করেছি। পরিবারের সকলকে দ্রুত পরীক্ষার আওতায় আনার বিষয়ে ভাবছি আমি।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm