s alam cement
আক্রান্ত
১০২৪১৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩৩১

চট্টগ্রামে প্রতিমা ভেঙে গ্রেপ্তার কবির কুমিল্লার ঘটনায় ভাইরাল, বিভ্রান্তিকর বলছে পুলিশ

0

কুমিল্লায় ‘পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত’ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে ভাইরাল করা এই ছবিটি ৩ দিন আগে চট্টগ্রামের কোতোয়ালী থানায় তোলা বলে নিশ্চিত হওয়া গেছে। এই ছবিটি কুমিল্লার ঘটনার সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তির ছবি নয়।

ভাইরাল হওয়া ছবিতে একজন মাঝবয়সী ব্যক্তিকে স্যান্ডো গেঞ্জি পরিহিত অবস্থায় গামছা কাঁধে বসে থাকতে দেখা যাচ্ছে। তার পাশেই একজন পুলিশ সদস্যকে বসে কিছু লিখতে দেখা যাচ্ছে।

ওই ছবি ফেসবুকে পোস্ট করে আল আমিন রহমান নামে একজন লিখেছেন, ‘কুমিল্লায় কুরআন অবমাননাকারী গ্রেপ্তার। সকলে শান্ত থাকি। আইনের প্রতি শ্রদ্ধা রাখি অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হই।’

তবে খবর নিয়ে জানা গেছে, ভাইরাল হওয়া এই ছবিটির সাথে কুমিল্লার ঘটনার কোনো সম্পর্ক নেই। ছবিটি ৩ দিন আগে চট্টগ্রামের কোতোয়ালী থানা থেকে তোলা। ছবিতে যে পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে, তিনি কোতোয়ালী থানার উপ পরিদর্শক তফাজ্জল ইসলাম। সাথে যাকে কুমিল্লার কোরান অবমাননার ঘটনায় অভিযুক্ত বলে দাবি করা হচ্ছে তার নাম কবির। কবির গত ১০ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় দূর্গার প্রতিমা ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার হন।

এই বিষয়ে কোতোয়ালী থানার উপ পরিদর্শক তফাজ্জল ইসলামের সাথে যোগাযোগ করা হলে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘এটা তো পঞ্চমীর (১০ অক্টোবর) দিনের ছবি। জাম্বুরা মেরে প্রতীমার হাত ভাঙ্গার ঘটনায় গ্রেপ্তার হয়েছে সে। তার নাম কবির। কুমিল্লার ঘটনার সাথে এই ছবির সম্পর্ক নাই। তাকে পরদিনই কারাগারেও পাঠানো হয়েছে।’

জানা গেছে, চট্টগ্রামের শ্রী শ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দিরের প্রতিমা ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় কোতয়ালী থানার ফিরিঙ্গিবাজার মোড়ের আগে ফলের আড়ৎ থেকে কিছু শ্রমিক জাম্বুরা নামাচ্ছিলো ট্রাক থেকে।

অভিযোগ ওঠে, এ সময় ওই জায়গা থেকে প্রতিমা লক্ষ্য করে জাম্বুরা নিক্ষেপ করা হয়। জাম্বুরার আঘাতে প্রতিমার ডান পাশের উপরের হাত ভেঙে যায়। পরবর্তীতে পুলিশ সেই জায়গায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। তাদের মধ্যে একজন হচ্ছে কবির। কবির ওই ট্রাক থেকে জাম্বুরা নামাচ্ছিল।

সেই ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক সুকান্ত চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ওই ছবি নিয়ে আমরাও কথা বলছি। এক ঘটনার ছবি অন্য ঘটনার দিকে চলে যাচ্ছে। এই ছবিটি চট্টগ্রামে পঞ্চমীর দিন প্রতীমার হাত ভাঙ্গার ঘটনায় গ্রেপ্তার হওয়া কবিরের। কুমিল্লার ঘটনার সাথে এই ছবির কোনো সম্পর্ক নেই।’

এদিকে চট্টগ্রামে ওই ঘটনায় জব্দ হওয়া এক ট্রাক জাম্বুরা আদালতের জিম্মায় দেওয়া হয়েছে জানিয়ে উপ পরিদর্শক সুকান্ত বলেন, ‘জাম্বুরা মেরে প্রতিমার হাত ভাঙ্গার ঘটনায় এক ট্রাক জাম্বুরা জব্দ করা হয়েছে। সেগুলো আদালতের জিম্মায় দেওয়া হয়েছে। সেসব জাম্বুরার বিষয়ে আদালত সিদ্ধান্ত দিবেন।’

এআরটি/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm