চট্টগ্রামে প্রগতিতে পুষ্পেশ্বর ‘ইন’ হতেই ‘আউট’ কায়কোবাদ
চট্টগ্রামে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল) কারখানা প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রকৌশলী পুষ্পেশ্বর সিংহ রায়।
রোববার (১৭ জানুয়ারি) প্রগতির ব্যবস্থাপনা পরিচালকের হাতে যোগদানপত্র দেন তিনি।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী পুষ্পেশ্বর সিংহ রায় এর আগে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার প্রকৌশলী (যান্ত্রিক) উৎপাদন বিভাগে কর্মরত ছিলেন।
২০১০ সালে প্রগতিতে প্রকৌশলী হিসেবে যোগ দেন তিনি। মিৎসুবিশি মোটরস করপোরেশনেও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
তিনি কিশোরগঞ্জের হোসেনপুর সদর উপজেলায় জন্ম নেন।
এদিকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মো. রইছ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশ গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামে পৌঁছার পর প্রগতি ইন্ডাস্ট্রিজের কারখানা প্রধান কায়কোবাদ আল মামুনকে চাকরি থেকে অপসারণ করা হয়।
তার বিরুদ্ধে সনদ জালিয়াতি ও ভুয়া অভিজ্ঞতা সনদ দিয়ে চাকরির অভিযোগ প্রমাণিত হওয়ার পর এই আদেশ জারি করা হয়।
সিপি