নতুন বছরের শুরুতেই আবারও লাগাম ছাড়া হলো পেঁয়াজের দাম। নতুন বছরের শুরুতেই খুচরা বাজারে পণ্যটির দাম কেজি প্রতি বেড়েছে ৬০-৭০ টাকা। খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারিতে দাম বাড়ার কারণে তারাও বাড়তি দামে বিক্রি করছেন। অন্যদিকে বৃষ্টির কারণেই পেঁয়াজের দাম ফের বেড়েছে বলে দাবি করছেন পেঁয়াজের পাইকার ব্যবসায়ীরা।
খাতুনগঞ্জ পেঁয়াজ আড়তদার সমিতির সাবেক সভাপতি আফসার উদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘অসময়ে হঠাৎ বৃষ্টি এবং তীব্র শীতে ফরিদপুর-পাবনা থেকে দেশি পেঁয়াজ নিয়ে কোন গাড়ি আসতে পারেনি। তাই আবারও আকাশচুম্বী হয়েছে দেশি পেঁয়াজের দাম।
চট্টগ্রাম খাতুনগঞ্জের পেঁয়াজবাজার ঘুরে দেখা যায়, পাকিস্তানি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়, চায়না পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়, মিশরীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৭০টাকায়, দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০-১৮০ টাকায়।
পাইকার ব্যবসায়ীরা বলছেন, বিরূপ আবহাওয়ার কারণে দূরবর্তী অঞ্চল থেকে পর্যাপ্ত পেঁয়াজ আসতে পারছে না। ফলে পণ্যটির সরবরাহ কমে গেছে। তবে আবহাওয়া ভালো থাকলে আগামী কয়েকদিনের মধ্যে পেঁয়াজের বাজার আবার স্বাভাবিক হয়ে যাবে। পাশাপাশি আমদানি করা পেঁয়াজের সরবরাহ বাজারে পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত করতে হবে।
অন্যদিকে, বছরের শুরুতেই লাগামছাড়া পেঁয়াজের দামে হাঁফিয়ে উঠেছেন ক্রেতারা। বাজারে আসা স্কুল শিক্ষক গিয়াসউদ্দিন চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘দাম বাড়ানোর জন্য সবসময় অজুহাত খোঁজেন ব্যবসায়ীরা। এখন বৃষ্টি হতে না হতেই সেই সুযোগকে কাজে লাগিয়ে দাম বাড়ানো হলো।’
এএ/এসএস