চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় পুলিশের গুলিতে আহত হওয়া যুবক মারা গেছেন। পেশায় মুদিদোকানি ওই যুবক শনিবার (৩ আগস্ট) রাত আটটার দিকে গুলিবিদ্ধ হন।
নিহত যুবকের নাম মোহাম্মদ শহীদ। তার বাড়ি আনোয়ারায় হলেও তিনি চকবাজারের রসুলবাগ এলাকায় থাকতেন। ৩৬ বছর বয়সী ওই যুবককে গুরুতর আহত অবস্থায় পাঁচলাইশের পার্ক ভিউ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই রাত ১০টার দিকে তিনি মারা যান বলে হাসপাতালসূত্রে জানা গেছে।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘রাতে সিটি মেয়রের বাসায় দুর্বৃত্তের হামলাকালে গুলিবিদ্ধ হয়ে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি।’
জানা গেছে, শনিবার (৩ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের একটি মিছিল মুরাদপুর হয়ে বহদ্দারহাটে পৌঁছায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি দল সাড়ে সাতটার দিকে বহদ্দারহাট এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর পৈত্রিক বাসভবন বহদ্দারবাড়ির প্রবেশদ্বার লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকেন। এ সময় সেখানে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য অবস্থান নেয়।
এর একপর্যায়ে সেখানে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী জড়ো হলে তাদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। অন্যদিকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ রাবার বুলেট ছাড়াও টিয়ারগ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়তে থাকে। এ সময় অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তবে শিক্ষার্থীরা দাবি করেছেন, অন্তত ১২ জন বহদ্দারহাটে গুলিবিদ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আহতদের পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আইএমই