চট্টগ্রামে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি, ওসিসহ তিন পুলিশ আহত
শীর্ষ সন্ত্রাসী কামাল অস্ত্রসহ গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলামসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত বাকি দুই পুলিশ সদস্য হলেন এসআই আবুল ফয়েজ ও কনস্টেবল মো. জিয়া। তাদের রাঙ্গুনিয়া সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) রাত ১১টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের আজিমপুর মহিষের বাম এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুটি দেশীয় অস্ত্র ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে
পুলিশ ঘটনাস্থল থেকে মো. কামাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাত বাড়ি উপজেলার সরফভাটা ইউনিয়নে।
পুলিশ সূত্রে জানা গেছে, মহিষের বাম এলাকায় ৮ থেকে ১০ জন বিভিন্ন মামলার আসামি অবস্থান করছিলেন। তারা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান জানতে পেরে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম বলেন. ‘পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোড়ে। তাদের ছোড়া গুলিতে ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হন। এ সময় কামাল বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী মদন কামালকে দুটি দেশীয় অস্ত্র ও পাঁচটি গুলিসহ গ্রেপ্তার করতে সক্ষম হই।’
তিনি আরও বলেন, ‘কামাল রাঙ্গুনিয়া, বোয়ালখালী ও বান্দরবান সীমান্ত এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, ধর্ষণ, চাঁদাবাজি, মাদক, অস্ত্র ও ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। অস্ত্র আইনে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা দিয়ে আজ চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।’
এমএফও/এমএহক