চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের ফলাফল প্রকাশিত হয়েছে। নতুন এ ফলাফল অনুযায়ী ১৩০ শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ১৬২ জন।
এছাড়া অকৃতকার্য ৩০৫ জনের পরীক্ষার নম্বর বেড়েছে। মোট ফলাফল পরিবর্তন হয়েছে এক হাজার ৮০ জনের।
সোমবার (২৮ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৮ জুলাই এসএসসির ফলাফল প্রকাশিত হয়। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৭৮ দশমিক ২৯ শতাংশ।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা থেকে ২৬ হাজার ৬২৩ জন পরীক্ষার্থী ২৫টি বিষয়ে মোট ৭১ হাজার ১০৮টি উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন করেছিল।
পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ জানান, আবেদন করা পরীক্ষার্থীদের মধ্যে এক হাজার ৮০ জনের ফল পরিবর্তন হয়েছে। ১৩০ জন ফেল থেকে পাশ করেছে এবং গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়ে নতুনভাবে জিপিএ-৫ পেয়েছে ১৬২ জন।
আবেদনকারীদের মধ্যে ৩৫৯ জনের গ্রেড পয়েন্ট বাড়লেও মোট সিজিপিএ বাড়েনি। আর অকৃতকার্য ৩০৫ জনের পরীক্ষার নম্বর বেড়েছে বলে জানান তিনি।
আইএমই/ডিজে