চট্টগ্রামে পিছিয়ে নগর, পিইসিতে পাশের হার ৯৭ শতাংশ

0

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) চট্টগ্রাম জেলায় পাশের হারে এগিয়ে আছে উপজেলা। এবারের পিইসিতে ৯৯.৬৭ শতাংশ পাশের হার নিয়ে প্রথম হয়েছে বাঁশখালী উপজেলা। ৯৮.৯২ শতাংশ পাশের হার নিয়ে দ্বিতীয় রাউজান উপজেলা এবং তৃতীয় অবস্থানে থাকা পটিয়া উপজেলায় পাশের হার ৯৮.৪২ শতাংশ।

অন্যদিকে পিইসি’র মত ইবতেদায়িতে ৯৯.৭৯ শতাংশ পাশের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে বাঁশখালী উপজেলা। ৯৯.৪৯ শতাংশ পাশের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নগরের কোতোয়ালী থানা এবং তৃতীয় অবস্থানে থাকা নগরের ডবলমুরিং থানার পাশের হার ৯৯.২২শতাংশ।

সবমিলিয়ে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) চট্টগ্রাম জেলায় পাসের হার ৯৬ দশমিক ৭৯ শতাংশ ও ইবতেদায়ি পরীক্ষায় ৯৫ দশমিক ২০ শতাংশ।

s alam president – mobile

চট্টগ্রামে পিছিয়ে নগর, পিইসিতে পাশের হার ৯৭ শতাংশ 1

পিইসিতে মোট পরীক্ষার্থী অংশ নিয়েছে ১ লাখ ৩৩ হাজার ১৪৩ জন। উত্তীর্ণ হয়েছে ১লাখ ২৯ হাজার জন শিক্ষার্থী। এবারের পিইসিতে চট্টগ্রাম জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ৫৩২ জন।

অন্যদিকে সমমানের ইবতেদায়িতে চট্টগ্রাম জেলায় অংশ নিয়েছে ২৪ হাজার ৯২২ জন। উত্তীর্ণ হয়েছে ২৩ হাজার ৭২৬ জন। এ বছর ইবতেদায়িতে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৯ জন।

Yakub Group

এএ/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!