চট্টগ্রামের ফৌজদারহাটে নিয়ন্ত্রণ হারিয়ে স্টারলাইন পরিবহনের একটি বাস রাস্তার পাশে উল্টে গেছে। এ দুর্ঘটনায় তিন যাত্রী গুরুতর আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের একটি টিম বাসটিকে উদ্ধারে কাজ করছে। ওই সড়ককে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার (এমও) জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে যাওয়ার খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে যায়। এখনো উদ্ধার কাজ চলছে।
দুর্ঘটনায় আহতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জের মো. মোস্তফার ছেলে আরিফ (৩০), কুমিল্লার চৌদ্দগ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল মেতালেব (৫২) ও ফেনীর সোনাগাজীর কমল চন্দ নাথের মেয়ে স্বপ্না রানী (৪৯)।
আরএ/এমএফও