চট্টগ্রামে নিখোঁজ পিতার সন্ধান চেয়ে সাংবাদিকের থানায় ডায়েরি

0

চট্টগ্রামে হাবিবুর রহমান নামে ৮৫ বছর বয়স্ক এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি মঙ্গলবার (২৫ জুন) সকাল সোয়া নয়টায় নগরীর মেয়র গলি এয়াকুব মসজিদের পাশ থেকে হারিয়ে যান। তার পরণে ঘি রঙের হাফ শার্ট এবং লুঙ্গি ছিল।

তার ছেলে চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক গোলাম মাওলা মুরাদ চট্টগ্রাম প্রতিদিনকে জানান, পিতার সন্ধান চেয়ে পাঁচলাইশ থানায় ডায়েরি করা হয়েছে। পাশাপাশি সকাল থেকে আশপাশের এলাকায় মাইকিং করা হয়েছে।

তিনি আরো জানান, নিখোঁজ হাবিবুর রহমান ইতোপূর্বে তিনবার স্ট্রোক করার কারণে ভালোভাবে কথা বলতে পারেন না। তার পরনে ‘ঘি’ রঙের হাফ শার্ট এবং লুঙ্গি ছিল।

s alam president – mobile

কেউ সন্ধান পেলে গোলাম মাওলা মুরাদের মুঠোফোনে (০১৯১২১৩৪৯৬৩) অথবা পাঁচলাইশ থানায় (০৩১-৬৫২৭৯৭) যোগাযোগ করার অনুরোধ করেছেন।

এফএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!