চট্টগ্রামে ধর্ষণ মামলায় পলাতক আসামি ধরলো র‍্যাব

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলার পলাতক আসামি মো. পারভেজকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাতে তাকে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।

ফরহাদ একই উপজেলার পশ্চিম উদালিয়া এলাকার মুহাম্মদ দিদার আলমের ছেলে।

র‍্যাব জানায়, এক নারীকে ধর্ষণের অভিযোগে পারভেজের বিরুদ্ধে ২০২০ সালের এপ্রিল মাসে ফটিকছড়ি থানায় ধর্ষণ মামলা রুজু হয়। এরপর থেকে পলাতক ছিলেন পারভেজ। একপর্যায়ে পুলিশ তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র। এরপর ২০২২ সালে পারভেজের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ পরোয়ানা জারি।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, পলাতক আসামি পারভেজ চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন এলাকায় ছদ্মনামে প্রায় ৩ বছর আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে শুক্রবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএম/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm