চট্টগ্রামে ধরা নোয়াখালীর এমপি একরামুল করিম

নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানার আব্দুল মালেক লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান।

মোহাম্মদ একরামুল করিম চৌধুরী ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন, এবং পরবর্তীতে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদের বিতর্কিত নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

গত ১৯ আগস্ট নোয়াখালী-১ ও ৪ আসনের সাবেক সংসদ সদস্য এএইচ এম ইব্রাহীম ও মোহাম্মদ একরামুল করিম চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ৩৯ জনের বিরুদ্ধে আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়। নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন সোনাইমুড়ী থানা এলাকায় গুলিতে নিহত আসিফের বাবা মো. মোরশেদ আলম। এই মামলায় অজ্ঞাত দুই থেকে আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে।

পরে গত ৮ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীসহ ৫৩ জনের বিরুদ্ধে সুধারাম থানায় অপর একটি হত্যা মামলা হয়। ২০১৩ সালে শ্রমিক দলের কর্মী মো. খোকনকে (২৫) গুলি করে হত্যার অভিযোগে মামলাটি করা হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm