দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের দুই উপপরিচালক (ডিডি) পদে রদবদল করা হয়েছে। তার মধ্যে দুদক জেলা সমন্বিত কার্যালয়, চট্টগ্রাম-১ ও চট্টগ্রাম-২ এর দফতর পেয়েছে নতুন উপপরিচালক (ডিডি)।
রোববার (৫ ডিসেম্বর) বিকেলে দুদক প্রধান কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মনিরুজ্জামান বকাউল ও সহকারী পরিচালক (মানবসম্পদ) আজিজুল হকের স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৯ ডিসেম্বর যোগদান করতে ওই অফিস আদেশে বলা হয়। আদেশে দুদক জেলা সমন্বিত কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক মোহাম্মদ লুৎফর কবির চন্দনকে দুদক প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৮ বরিশাল শাখায় বদলি করা হয়।
তার স্থলে দুদক জেলা সমন্বিত কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক পদে পদায়ন করা হয়েছে মো. নাজমুচ্ছায়াদাতকে।
দুদক জেলা সমন্বিত কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপপরিচালক মুহাম্মদ মাহবুবুল আলমকে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ এর দফতরে পাঠানো হয়েছে।
তার স্থলে দুদক জেলা সমন্বিত কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপপরিচালক পদে পদায়ন করা হয়েছে মো. আতিকুল আলমকে।
একই সঙ্গে ওই আদেশে দুর্নীতি দমন কমিশনের মোট ১৯টি দফতরের উপপরিচালক পদে রদবদল করেছে দুদক। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর উপপরিচালক আবু সাঈদ।
মুআ/কেএস