চট্টগ্রামের দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের জন্য তাদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া দু’জন হলেন চন্দনাইশের ওসি ওবায়দুল ইসলাম এবং আনোয়ারার ওসি সোহেল আহমেদ।
সোমবার (২৭ মে) বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ওসিদের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে নিরস্ত্র পুলিশ পরিদর্শক তদন্তকে আগামী ৩১ মে পর্যন্ত দায়িত্ব দেওয়ার বিষয়ে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. সোহানুর রহমান সোহাগ।
মো. সোহানুর রহমান সোহাগ বলেন, চট্টগ্রামের আনোয়ারা এবং চন্দনাইশের দুই ওসিকে ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এই আদেশ ৩১ মে পর্যন্ত।
ডিজে