চট্টগ্রামে দুই কিডনি রোগীর সহায়তায় নুশিস

আর্ত মানবতার সেবায় এগিয়ে এলো নুরুল ইসলাম শিক্ষা সমন্বয় (নুশিস)।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ২ জন কিডনি রোগীর সাহায্যার্থে এক লাখ ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য প্রদান করে নুশিস।

এরমধ্যে স্কুল শিক্ষক সুব্রত দাশের স্ত্রীর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য ৫০ হাজার টাকা এবং জেসমিন আক্তার নামে অপর একজন কিডনি রোগীর চিকিৎসার জন্য এক লাখ টাকার চেক প্রদান করা হয়।

নুশিস সভাপতি ও সানোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান এসব চেক প্রদান করেন। চেক প্রদান অনুষ্ঠানে হাজেরা তজু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দবির উদ্দিন খান, চিটাগাং কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ফাতেমা ইয়াছমিন, হাজেরা তজু স্কুল এন্ড কলেজ ও চিটাগাং কিন্ডারগার্টেনের উপদেষ্টা জাহাঙ্গীর আলমসহ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেক প্রদানকালে নুশিস সভাপতি মুজিবুর রহমান বলেন, নুশিস চট্টগ্রামসহ সারা দেশের শিক্ষা উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে।

শিক্ষার পাশাপাশি আর্ত মানবতার সেবায়ও নিরলস কাজ করে যাবে নুশিস- এমন প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm