চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া ২১টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৭।
উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শট গান, পিস্তল ও গ্যাস গান। স্থানীয়দের কাছ থেকে এবং অন্য উৎস থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক শরীফ-উল-আলম জানান, ১৩ আগস্ট পর্যন্ত ২১টি বিভিন্ন ধরণের আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- এসএমজি, চায়না রাইফেল, বিডি রাইফেল, শর্ট গান, পিস্তল এবং গ্যাস গান। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারের (হেড কোয়ার্টার) কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট থানা লুটপাট ও ভাংচুরের ঘটনায় থানাসমূহ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি লুট করে নিয়ে যাওয়া হয়। লুটপাট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে স্থানীয় ও সচেতন নাগরিককে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহবান জানানো হয়।
আইএমই/এমএফও