চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া তিনটি অস্ত্র উদ্ধার

চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া আরও ৩টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (২০ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানায় র‍্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফুল-উল-আলম জানান, গত ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত ৭ পয়েন্ট ৬২ মি. মি. চায়না রাইফেল একটি, শর্ট গান দুইটি ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সিএমপি ডিসি হেডকোয়ার্টারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র এবং ২৭৫ রাউন্ড গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে সিএমপি’র কাছে হস্তান্তর করা হয়।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm