চট্টগ্রামে তৈরি ফার্নিচার রপ্তানি হচ্ছে আমেরিকায়

৪ ডিসেম্বর থেকে ফার্নিচার মেলা চট্টগ্রামে

চট্টগ্রাম থেকে ফার্নিচার রপ্তানি হচ্ছে আমেরিকায়। এছাড়া ইউরোপের ১০টি দেশেও রপ্তানি করা হচ্ছে বাংলাদেশের ফার্নিচার। ভবিষ্যতে ফার্নিচার রপ্তানি বাড়াতে তিনটি ফ্যাক্টরিও স্থাপন করা হচ্ছে। সম্প্রতি দেশের ৬টি কোম্পানি ভারতের মুম্বাইয়ে ফার্নিচার মেলা করেছে।

সোমবার (২ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে ফার্নিচার মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।

বুধবার থেকে নগরীর জিইসি কনভেনশন হলে বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের উদ্যোগে ফার্নিচার মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধক থাকবেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ফার্নিচার বিদেশে রপ্তানির মাধ্যমে আমরা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে চাই। আমরা ব্র্যান্ডের কোয়লিটি গ্রাহকদের সামনে তুলে ধরতেই মেলার আয়োজন করি। প্রতিবছরই আমাদের মেলার স্টল বাড়ানো হয়।

এবারের মেলায় ন্যূনতম একটি প্রবেশ মূল্য থাকবে। ৪ ডিসেম্বর মেলার উদ্বোধন হবে এবং ৬ ডিসেম্বর চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকবে বলেও জানান মেলার আয়োজকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সদ্য সাবেক সভাপতি সৈয়দ এএসএম নুরুউদ্দীন, নবনির্বাচিত সভাপতি মো. মাকছুদুর রহমান, মো. সাইফুদ্দিন চৌধুরী দুলাল, মেলা কমিটির সদস্য সচিব আল মো. ইকবাল, চট্টগ্রাম ইভেন্টসের চেয়ারম্যান হাজী মোহাম্মদ সাহাবউদ্দীন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm