চট্টগ্রাম নগরীতে ছাত্রলীগের দুই দফা ঝটিকা মিছিলের পর তৎপর হয়ে উঠেছে পুলিশ। ৭২ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৪২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা ও সন্ত্রাসী বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে নগর পুলিশের জনসংযোগ শাখার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন এসব তথ্য জানান।
এদের মধ্যে সোমবার নগরীর খাজা রোডের খরমপাড়া এলাকার সাইদ ইমতিয়াজ সানি (৩০) ও কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের আহমদ আলীকে (৫৪) গ্রেপ্তার করা হয়।
রোববার অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন—মো. মামুন (৩৭), মো. আবুল কালাম আজাদ (৩৩), মো. শামীম (২৪), মো. হাসান (২৫), মো. এনামুল হক ওরফে সাগর, ছোটন নাথ (৩২), মো. ইমরান হোসেন (৪০), শাহ জালাল ফিরোজ (৩৪), আব্দুল মোনাফ (৩৫), আলমগীর বাদশা (৪২), মো. রিপন মিয়া (৪১), মো. সাজ্জাদ হোসেন (২৫), মোহাম্মদ কুরবান আলী হোসেন হৃদয় (২০), মো. রায়হান (২২), মো. জিসান (২৪), মো. হানিফ সুমন ওরফে লম্বা সুমন (৪২), মো. মনির (৩৭), খোরশেদ আলম (৫০), সোহেল আহম্মদ সেলু (৪০), মো. মাছুদ (২৫), আবুল মোকারম সাকিব (২৭), মো. কাঞ্চন মোল্লা (৪৫), হাসান আলী (৪২), মো. সালাহউদ্দিন অনিক (২৫), মো. তসলিম (৩৮), মো. মাকসুদুর রহমান (৩৪), সিফাতুল ইসলাম (জিহান) (১৮) ও ইকবাল হোসেন (৩৫)।
শনিবার গ্রেপ্তার করা হয় ১২ জনকে। এরা হলেন—সাব্বির হোসেন (২৩), মোহাম্মদ সাজিদ ইরফান (২০), কামরুল ইসলাম ওয়াসিম (১৯), সাজ্জাদ হোসেন মারুফ (২০), আবু বক্কর সিদ্দিক (২৩), মোহাম্মদ শাহিদ সাব্বির (২২), তন্ময় দাশ (২৩), নিলয় শীল (২৩), কৌশিক ধর (২২), সোলেমান আহমেদ (২৫), সিফাতুল ইসলাম ওরফে জিহান (১৮) ও ফখরুল আনোয়ার।
আরএ/ডিজে