চট্টগ্রামে মাধুর্যে ভরা এক মনোমুগ্ধকর সন্ধ্যা উপহার দিয়েছে তবলা শিল্পীরা। অনুষ্ঠানে তাল ও লয়ে সুরের আবেশে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে তবলাবাদকরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগরীর থিয়েটার ইনস্টিটিউটে উচ্চাঙ্গ সংগীত শিল্পী ও সংগীত গুরু পণ্ডিত জহর মুখার্জির মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
এ আয়োজনের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন রেওয়াজ তবলা শিক্ষা কেন্দ্র’র পরিচালক সুদীপ সেনগুপ্ত। প্রতিবছরের মতো এবারও এ বার্ষিক শাস্ত্রীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রেওয়াজ তবলা শিক্ষা কেন্দ্র’র পরিচালক সুদীপ সেনগুপ্ত। তিনি বলেন, রেওয়াজ তবলা শিক্ষা কেন্দ্র সবসময় চায়, দেশের সঙ্গীত চর্চার উন্নয়ন। সেই ধারবাহিকতায় দেশের শাস্ত্রীয় সঙ্গীতচর্চার সঙ্গে জড়িতদের উৎসাহিত করা। মূলত শিল্পীদের মধ্যে ভাব ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য আমাদের এ আয়োজন। তবলা খুব কম মানুষ চর্চা করে, তাদের মধ্যে নারী শিল্পীদের সংখ্যা আরও কম। আজ এ মুগ্ধতা আমাদের মনে অনেক দিন গেঁথে থাকবে।
প্রবীর পালের সঞ্চালনায় আমন্ত্রিত শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করেন মিতালী রায়, আশীষ বসাক, রিতা চৌধুরী। হারমোনিয়াম সহযোগিতায় ছিলেন—পৃথ্বিরাজ সাহা। তবলা সহযোগিতায় ছিলেন—ঝিল মজুমদার, অরিজিৎ চৌধুরী, জিৎ চৌধুরী।
রেওয়াজের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগীতের এ মিলনমেলায় উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা সংগীতশিল্পী, সাংবাদিক, গবেষক, টেলিভিশন উপস্থাপকসহ নানা শ্রেণি-পেশার সাংস্কৃতিক ব্যক্তিত্ব। মন্ত্রমুগ্ধের মতো তারা যেন ভেসে যান এক অন্য জগতে।