চট্টগ্রামে ডেঙ্গুতে প্রতিদিন মারা যাচ্ছে রোগী। এদের মধ্যে বেশিরভাগই শিশু। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ২ বছর ৮ মাস বয়সী আরেক শিশুকন্যা।
রোববার (১৩ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আনেছা বিবি নামের সেই শিশু। তার বাবার নাম মো. ইলিয়াছ, বাড়ি টেকনাফের কুতুপালংয়ে।
জানা গেছে, জ্বরের সঙ্গে বমি থাকায় খিঁচুনি আসে আনেছার। শক সিনড্রামে তার মৃত্যু হয়।
আনেছার বাবা ইলিয়াছ জানান, গত ৬ আগস্ট তার মেয়ের জ্বর আসে। কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে জ্বরের সিরাপ দিয়ে ফেরত পাঠান। বাসায় এসে জ্বর না কমলে আবার নিয়ে যান হাসপাতালে। সেখানে ডাক্তার তখন তার মেয়ের ডেঙ্গু টেস্ট করে পজিটিভ পেলে অবস্থা খারাপ জানিয়ে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যেতে বলেন। শনিবার সকাল ৬টায় এনে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করালে সকাল ৯টায় মারা যায় আনেছা।
এদিকে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে দেখা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১১০ জন, মারা গেছে ১ জন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৩ জন। মারা গেছেন ৩৩ জন।
আইএমই/ডিজে