চট্টগ্রামে ডেঙ্গু শক সিনড্রোম ও কার্ডিয়াক অ্যারেস্টে নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরেক নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, শক সিনড্রোম ও কার্ডিয়াক অ্যারেস্ট। এনিয়ে চলতি বছরে ২২ জন নারীর মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে মৃত নারীর নাম মনোয়ারা বেগম (৫৫)। তিনি চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকার বাসিন্দা ছিলেন।

জানা গেছে, ১৭ নভেম্বর (রবিবার) ডেঙ্গু জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মনোয়ারা বেগম। চিকিৎসাধীন অবস্থায় তার কার্ডিয়াক আরেস্ট হয়। সোমবার সকাল ৯টায় মারা যান তিনি।

চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের তথ্য অনুয়ায়ী, ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন, মারা গেছেন ১ জন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৮৬ জন। এর মধ্যে মারা গেছেন ৪১ জন।

শুধুমাত্র নভেম্বরেই মারা গেছেন ১৬ জন। মারা যাওয়া ৪১ জন রোগীর মধ্যে ১৫ জন পুরুষ, ২২ জন মহিলা এবং শিশু ৪ জন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm