চট্টগ্রামে ডেঙ্গু রোগীর মৃত্যু ‘হেমোরেজিক শক সিনড্রোমে’

চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছেন শাহ আলম নামের এক ব্যক্তি। ‘হেমোরেজিক শক সিনড্রোমে’ মারা যান তিনি।

সোমবার (১৪ আগস্ট) মারা যান শাহ আলম (৪৩)। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরার বাসিন্দা ছিলেন।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

আরও জানা গেছে, গত ৬ আগস্ট চট্টগ্রাম মেডিকেলে জ্বর নিয়ে ভর্তি হন শাহ আলম। পরে তিনি হেমোরেজিক শক সিনড্রোমে মারা যান।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৯ জন।

চট্টগ্রামে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০৪ জন। মারা গেছে ৩৭ জন।

Yakub Group

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!