ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্পেইন করছেন চট্টগ্রাম মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বিভিন্ন পর্যায়ে একাধিক ওয়ার্ডে এই ক্যাম্পেইন চলবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে ধারাবাহিক ডেঙ্গু মশার প্রাদুর্ভাব কমাতে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করেন যুগ্ম আহ্বায়ক ২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।
দেওয়ানহাট থেকে শুরু হয়ে এই ক্যাম্পেইন দীঘির পাড়, বড়বাড়ি, পশ্চিম সুপারিওয়ালাপাড়া ও বৌবাড়ি গিয়ে শেষ হয়। এ সময় এলাকার জনসাধারণ তাদের স্বাগত জানান।
নিয়াজ মোহাম্মদ খান বলেন, দেশ গঠনে আমাদের সকলের নৈতিক দায়িত্ব রয়েছে। সবাই নিজ নিজ জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করলে সুন্দর ও পরিচ্ছন্ন দেশ গঠনে সম্ভব। বর্তমান সময়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সকলকে সচেতন হতে হবে এবং প্রচার-প্রচারণা চালাতে হবে। ছাত্র ছাত্রী সহ জনসাধারণকে সচেতন করতে হবে। শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব না।
ক্যাম্পেইন চলাকালে এলাকাবাসীকে জানানো হয়, নিজেদের বাড়ি ও নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি তিনদিনের মধ্যে অপসারণ করতে হবে। তিনদিনের বেশি জমে থাকা পানিতে এসিড মশার জন্ম হয়। এ রকম পানির ধারক ধ্বংস করতে হবে।
নিয়াজ মোহাম্মদ খান জানান, পর্যায়ে পর্যায়ে অন্যান্য ওয়ার্ডে প্রচারণার ক্যাম্পেইন শুরু হবে।
ক্যাম্পেইন চলাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রফিক মেম্বার, আব্দুল হালিম, আব্দুল মান্নান, আব্দুল আজীম, সিরাজুল মোস্তফা, বাদশা মিয়া সিদ্দিকী, আনু মিয়া বাবুল, আমির উদ্দিন বাবুল, মোজাহের খান, আব্দুল করিম সেলিম, আব্দুল নূর, জাহাঙ্গীর আলম, আব্দুল নূর, সিরাজুল হক, মোসলেম উদ্দিন, শামীম, যুবদল নেতা মো. ইলিয়াস, মেহেদী হাসান রুবেল, মো. মুরাদ, আব্দুল নূর, মাহবুব, বেলাল, সালাউদ্দিন রনি, মুরাদ, ফিরোজ।