চট্টগ্রামে ডেঙ্গু এবার কেড়ে নিল ব্যাংক কর্মকর্তার প্রাণ

ডেঙ্গুর থাবায় চট্টগ্রাম নগরীতে মোজাহের মাওলা নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বুধবার (৯ আগস্ট) রাতে নগরীর জিইসির মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ইউনিয়ন ব্যাংকের আগ্রাবাদ শাখায় ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

মোজাহের মাওলা (৪০) সন্দ্বীপের মৃত রফিকুল মাওলার ছেলে। তিনি পরিবার নিয়ে নগরীর আগ্রাবাদের বিশ্বকলোনীতে বসবাস করতেন।

মোজাহের মাওলার পারিবারিক সূত্রে জানা যায়, গত তিনদিন আগে তিনি জ্বরে আক্রান্ত হয়েছিলেন। পরে পরীক্ষা করে ডেঙ্গু পজিটিভ হলে হাসপাতালে ভর্তি করানো হয়। শুরুতেই মোজাহের মাওলার প্লাটিলেট কমে যায়।

মেট্রোপলিটন হাসপাতালের এজিএম আমান উল্লাহ মুঠোফোনে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘গতকাল রাতে এইচডিইউতে চিকিৎসাধীন ছিলেন মোজাহের মওলা। ৩ দিনের ব্যবধানে তার রক্তের প্লাটিলেট কমে ১০ হাজারে নেমে আসে। এছাড়া অন্যান্য রোগের উপসর্গও দেখা দিয়েছিল।’

এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন ৩১ জন।

Yakub Group

আইএমই/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!