চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু আক্রান্ত আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। চলতি মাসে এ নিয়ে মারা গেছেন সাতজন। এখনও পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
সোমবার (২৬ ডিসেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মৃত দুই রোগীর নাম সাবরিনা সুলতানা ও আব্দুল গণি। সাবরিনা নগরীর সদরঘাট এলাকার এবং আব্দুল গণি বাকলিয়ার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ডেঙ্গু উপসর্গ নিয়ে সাবরিনা সুলতানা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২২ ডিসেম্বর ভর্তি হন। এর চারদিন পর ২৬ ডিসেম্বর তিনি মারা যান।
অন্যদিকে আব্দুল গণি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন গত ২৪ ডিসেম্বর। চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান সোমবার (২৬ ডিসেম্বর)।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত সাবরিনা সুলতানা এবং আবদুল গণি আজ (সোমবার) ভোরে মারা যান।’
আরএ/ডিজে