চট্টগ্রামে ডেঙ্গুর হেমারেজিক ফিভার ও শক সিনড্রোমে দুজনের মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুর হেমারেজিক ফিভার ও শক সিনড্রোমে দুজনের মৃত্যু হয়েছে। নভেম্বর মাসে এনিয়ে তিন জনের মৃত্যু হয়েছে এবং চলতি বছরে এ সংখ্যা ২৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২ জন।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মৃত দুজন হলেন—সাতকানিয়া উপজেলার মৃদুল কান্তি দাশ (৫৫) ও ফটিকছড়ির সালমা খাতুন (৪০)। দুজনই চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।

প্রতিবেদনে আরও জানানো হয়, মৃদল কান্তি দাশ ডেঙ্গু জ্বর নিয়ে ১ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। কিন্তু পরবর্তীতে তার ডেঙ্গু হেমোরেজিক ফিভারে রূপ নেয়। রোববার রাতে মৃত্যু হয় তার। এছাড়া সালমা খাতুন ২ নভেম্বর ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শক সিনড্রোম হয়ে কার্ডিয়াক আ্যারেস্ট হলে তার মৃত্যু হয়।

চট্টগ্রামে চলতি বছরে ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নারী ১৫ জন, পুরুষ ১০ জন এবং শিশু ৩ জন।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫২ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসের গত তিনদিনে মোট আক্রান্তের সংখ্যা ১৬৩ জন। আর চলতি বছরে চট্টগ্রামে মোট ৩ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চলতি বছরর শুরু থেকে ৩ নভেম্বর পর্যন্ত শনাক্তদের মধ্যে ১ হাজার ৯৮৩ জন চট্টগ্রাম নগরীর বাসিন্দা। অপর ১ হাজার ১১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। মোট শনাক্ত ডেঙ্গু রোগীর মধ্যে পুরুষ ১ হাজার ৬৮৭ জন, নারী ৮৬৫ জন এবং শিশু ৫৪৬ জন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm