চট্টগ্রামে ডেঙ্গুর থাবা, একদিনেই শিশুসহ ২ জনের মৃত্যু

এক সপ্তাহে ডেঙ্গুতে ৫ মৃত্যু

চট্টগ্রামে ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু। কয়েক ঘণ্টার ব্যবধানে ৯ বছরের এক শিশুসহ মারা গেছেন ২ জন। এদের একজন চট্টগ্রাম নগরীর এবং অন্য জন কর্ণফুলী উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে গত এক সপ্তাহে ৫ জন ডেঙ্গুতে মারা গেলো।

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া মিফতাহুল জান্নাত ৯ বছরের শিশু। মিফতাহুল জান্নাত নগরীর জামালখানের লাভলেন এলাকার আবেদিন কলোনির মো. মঈন উদ্দিনের মেয়ে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়।

পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার তালুকদার জিয়াউর রহমান শরীফ বলেন, ‘মঙ্গলবার রাতে জ্বর নিয়ে মিফতাহুল জান্নাত নামে শিশুটি হাসপাতালে ভর্তি হয়।বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় সারভাইভ করেনি শিশুটি। আজ বুধবার ভোরে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’

এর আগে ২১ ও ২২ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৩ জনের মৃত্যু হয়। এদের মধ্যে দুইজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে বুধবার প্রায় একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মিজানুর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) মিজানের পিতা চরলক্ষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মরহুম আজিজুর রহমান মেম্বার বাড়ির মো. ইব্রাহিম মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।

তিনি জানান, মিজানুর রহমানের শরীরে জ্বর ও ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে গতকাল দুপুর ১২টায় নগরীর মেডিকেল সেন্টার হসপিটালে টেস্ট করান। ওখানেই ডেঙ্গু ধরা পড়ে।

ওইদিনই মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয় তাকে। পরে অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে নেওয়া হয়। বুধবার ভোর ৫ টায় সেখানে তাঁর মৃত্যু হয়।

এছাড়া একই সময়ে ডেঙ্গু ফেভার-ডি৫ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিকলবাহার মো. আমিনুল (২৫), শিকলবাহার পিন্টু (১৭), চরপাথরঘাটা এলাকার লেয়াখতের শিশু পুত্রও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নেন।

পটিয়া স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বলেন, ‘উপজেলায় এডিস মশার উৎপাত বেড়ে গেছে। ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। মশা নিধন না হলে সামনের দিনগুলোতে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সকলের উচিত খালি জায়গা, নালা, খাল ও ফুলের টবে পানি না জমে মতো ব্যবস্থা করা। আর পঁচা ডোবায় নিয়মিত কীটনাশক ঔষধ ছিটানো।‘

প্রসঙ্গত, ২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

আইএমই/এমএফও/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm