চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ১৪ জন।
মৃত নারীর নাম জাহেদা বেগম (৬৬)। তিনি কক্সবাজারের বাসিন্দা।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে সোমবার ডেঙ্গু জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন জাহেদা।
চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৪ জন। মারা গেছেন ১ জন। চলতি আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২২ জনে। মারা গেছেন ১ জন। চলতি বছর এনিয়ে মারা গেল ৫ জন।
চট্টগ্রাম মেডিকেল সূত্রে জানা গেছে, ডেঙ্গু জ্বর নিয়ে সোমবার চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন জাহেদা বেগম। ডেঙ্গু হেমোরেটিক ফেভারে আক্রান্ত হয়ে রক্তের প্লাটিলেট তার ১৬-তে নেমে আসে। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহেদা বেগম। দীর্ঘদিন তিনি কিডনি ও হাইপ্রেসারের জটিলতায় ভুগছিলেন।
আইএমই/ডিজে