চট্টগ্রামে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গুতে শরিফা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাত ১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শরিফা আক্তার নগরীর খুলশী থানার ঝাউতলা এলাকার বাসিন্দা মো. ইউসুফের স্ত্রী।

চমেক হাসপাতাল মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ইমন দাশ ডেঙ্গু রোগে এ মৃত্যুর বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৩১ অক্টোবর রাতে হাসপাতালে ভর্তি হন শরিফা আক্তার। অবস্থার অবনতি হওয়ায় ১ নভেম্বর তাকে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১টায় তিনি মারা যান।

এদিকে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার জানান ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি সম্পর্কে তিনি অবহিত নন। তিনি বলেন, ‘আমাদের কাছে এখনও কোনো খবর আসেনি। তাছাড়া গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে ৭ জন। উপজেলায় কোনো ডেঙ্গু রোগী নেই ।’

এসআর/সিআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!