চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

চট্টগ্রামে সাতদিন পর আবারও ডেঙ্গুতে দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫৩ জন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। তবে প্রতিবেদনে উল্লেখ করা দু’জনের মৃত্যু হয় ২৭ অক্টোবর। এদের একজন চট্টগ্রাম মেডিকেলে এবং অপরজন পার্কভিউ হাসপাতালে মারা যান।

প্রতিবদেনে বলা হয়, ডেঙ্গুতে মৃত্যু হওয়া দুজনের মধ্যে একজন ৫০ বছরের পুরুষ। অন্যজন ৪৪ বছরের নারী। দুজনেই গত ২৭ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৭ অক্টোবর মনির হোসেন ভর্তি হন চট্টগ্রাম মেডিকেলে। ভর্তির পর তার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়। এর পর পরই মারা যান মনির হোসেন। এছাড়াও তার ডায়াবেটিকসসহ অন্যান্য শারীরিক জটিলতা ছিল।

অপরদিকে একইদিন শুলকবহর এলাকার বাসিন্দা রেহেনা আক্তার নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি জন। ডেঙ্গু সিনড্রোমে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

এনিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ২৩ জনের মৃত্যু হলো। এরমধ্যে চলতি অক্টোবর মাসেই মারা গেছে ৭ জন। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ, ১৩ জন নারী এবং ৩ শিশু। এনিয়ে অক্টোবরের ২৯ দিনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ জন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm