চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। ডেঙ্গু শক সিনড্রোমে তার মৃত্যু হয়েছে।
মৃত ওই নারীর নাম মর্তুজা বেগম (৩৮)। তিনি বাঁশখালীর নাপোড়া এলাকার বাসিন্দা ছিলেন।
শুক্রবার (২২ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মর্তুজা বেগমের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।
এনিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৮৭ জন। মারা গেছেন ৪০ জন। সবচেয়ে বেশি ১৫ জন মারা গেছেন চলতি বছরের নভেম্বরে।
চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের পাঠানো প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭ জন হাসপাতালে ভর্তি আছেন। নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, সামরিক হাসপাতালে ৪ জন ও জেনারেল হাসপাতালে ৫ জনকে ভর্তি করা হয়।
আইএমই/ডিজে