চট্টগ্রামে ‘ডিবি পুলিশ’ সেজে বিয়ে বাড়িতে ডাকাতি, অস্ত্র-গুলি উদ্ধার

অভিযানের মাঠে কর্ণফুলী থানা পুলিশ

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে ৮ জনের সশস্ত্র ডাকাতদল বিয়ে বাড়িতে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল লুট করেছে।

চট্টগ্রামে ‘ডিবি পুলিশ’ সেজে বিয়ে বাড়িতে ডাকাতি, অস্ত্র-গুলি উদ্ধার 1

শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টায় কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ডাকাতির ঘটনার জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে রয়েছে।

বাড়ির নতুন বর মো. আরিফুল ইসলাম ও তার বড় ভাই মো. আলমগীর জানান, আনোয়ারার জয়কালী বাজারের তাহিন কনভেনশন সেন্টারে বিয়ের অনুষ্ঠান শেষে তারা রাত দেড়টার দিকে বাড়িতে ফেরেন। কিছুক্ষণ পরই ‘ডিবি পুলিশ’ পরিচয়ে সাদা-আকাশি পোশাক পরা ৮ জন অস্ত্র হাতে তল্লাশির কথা বলে ঘরে ঢোকে।

তারা নারী-পুরুষ সবাইকে অস্ত্রের মুখে কক্ষে আটকে রেখে আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ টাকা ও দুটি স্মার্টফোন লুট করে নেয়।

এ বিষয় কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জামাল উদ্দিন চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। ডাকাতদের ফেলে যাওয়া একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।’

জেজে/ডিজে

ksrm