চট্টগ্রামে ডাক বিভাগ লোক নেবে ৮৭ জন, রাজশাহীতে ৫৭

চট্টগ্রামে বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় আট ধরনের পদে নেবে ৮৭ জন। অন্যদিকে রাজশাহীর পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় আট ধরনের পদে নেবে ৫৭ জন।

সম্প্রতি এ নিয়ে পৃথক দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ।

পদভেদে যোগ্যতা

জেএসসি/সমমান থেকে এসএসসি/সমমান।

বয়স

১৮-৩০ বছর।

পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, চট্টগ্রাম

পদ ও পদসংখ্যা

পোস্টম্যান ১৬টি, ফটোকপি অপারেটর (ব্লুপ্রিন্টার) ১টি, প্যাকার কাম মেইল ক্যারিয়ার ২৯টি, অফিস সহায়ক ১১টি, বার্তাবাহক ১টি, রানার ২৩টি, পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) ৫টি ও গার্ডেনার (মালি) ১টি।

আবেদনের সময়সীমা

১৫ নভেম্বর সকাল ১০টা থেকে ১৫ ডিসেম্বর বিকেল ৫টা।

অনলাইনে আবেদন

অনলাইনে আবেদন করা যাবে এই ঠিকানায়— http://pmgec.teletalk.com.bd

পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, রাজশাহী

পদ ও পদসংখ্যা

ড্রেসার ১টি, পোস্টম্যান ৩০টি, প্যাকার কাম মেইল ক্যারিয়ার ১২টি, অফিস সহায়ক ২টি, নিরাপত্তা প্রহরী ৩টি, রানার ৪টি, পরিচ্ছন্নতাকর্মী ৪টি ও গার্ডেনার (মালি) ১টি।

আবেদনের সময়সীমা

১৭ নভেম্বর সকাল ১০টা থেকে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

অনলাইনে আবেদন

অনলাইনে আবেদন করা যাবে এই ঠিকানায়— http://pmgnc.teletalk.com.bd অথবা
http://postalacademy.rajshahidiv.gov.bd

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm