চট্টগ্রামে বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় আট ধরনের পদে নেবে ৮৭ জন। অন্যদিকে রাজশাহীর পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় আট ধরনের পদে নেবে ৫৭ জন।
সম্প্রতি এ নিয়ে পৃথক দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ।
পদভেদে যোগ্যতা
জেএসসি/সমমান থেকে এসএসসি/সমমান।
বয়স
১৮-৩০ বছর।
পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, চট্টগ্রাম
পদ ও পদসংখ্যা
পোস্টম্যান ১৬টি, ফটোকপি অপারেটর (ব্লুপ্রিন্টার) ১টি, প্যাকার কাম মেইল ক্যারিয়ার ২৯টি, অফিস সহায়ক ১১টি, বার্তাবাহক ১টি, রানার ২৩টি, পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) ৫টি ও গার্ডেনার (মালি) ১টি।
আবেদনের সময়সীমা
১৫ নভেম্বর সকাল ১০টা থেকে ১৫ ডিসেম্বর বিকেল ৫টা।
অনলাইনে আবেদন
অনলাইনে আবেদন করা যাবে এই ঠিকানায়— http://pmgec.teletalk.com.bd
পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, রাজশাহী
পদ ও পদসংখ্যা
ড্রেসার ১টি, পোস্টম্যান ৩০টি, প্যাকার কাম মেইল ক্যারিয়ার ১২টি, অফিস সহায়ক ২টি, নিরাপত্তা প্রহরী ৩টি, রানার ৪টি, পরিচ্ছন্নতাকর্মী ৪টি ও গার্ডেনার (মালি) ১টি।
আবেদনের সময়সীমা
১৭ নভেম্বর সকাল ১০টা থেকে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।
অনলাইনে আবেদন
অনলাইনে আবেদন করা যাবে এই ঠিকানায়— http://pmgnc.teletalk.com.bd অথবা
http://postalacademy.rajshahidiv.gov.bd