চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৮টায় কাটিরহাটের খন্ডলের গাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত ব্যক্তি রাতে রেললাইনের ওপর শুয়ে ছিল। পরে যখন ভোরে ট্রেন যাচ্ছে তখন কাটা পড়ে শরীর ৪ টুকরো হয়ে যায়।

স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, নাজিরহাট ও কাটিরহাট এর মধ্যবর্তী এলাকায় মশার কয়েল জ্বালিয়ে রেললাইনের উপর রাতে কোন একসময় ঘুমিয়ে পড়ে। সকাল ৬ টায় নাজিরহাট থেকে ছেড়ে আসা শহরগামী ২২৪ নম্বর ট্রেনে কাটা পড়ে শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়।

নিহতের পরিচয় সনাক্তে ঐ এলাকায় মাইকিং করা হয়। তবে পরিচয় সনাক্ত করা যায়নি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল মর্গে পাঠিয়েছে।

রেলওয়ে পুলিশ ষোলশহর ফাঁড়ি ইনচার্জ আবু জাফর সাদেক বলেন, সকালে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। পরিচয় উদ্ধারে মাইকিং করা হলেও সনাক্ত করা যায়নি।

আইএমই/সিএম/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm