চট্টগ্রামে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে মুহূর্তেই ৩ জনের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।

সোমবার (৬ মার্চ) রাত সাড়ে নয়টায় নগরীর বিমানবন্দর সড়কের মেঘনা অয়েলের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত হওয়া তিনজনের একজন রেলওয়ের পয়েন্টসম্যান আজিজুল হক (৩০)। নিহত অপর দুজন বাসের যাত্রী ছিলেন। তাদের নাম আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)।

s alam president – mobile

জানা গেছে, চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকার বিমানবন্দর সড়কে মেঘনা অয়েলের ডিপো থেকে তেলবাহী ওয়াগন আনার জন্য রেলের একটি ইঞ্জিন নিয়ে যাওয়া হচ্ছিল। ওই সময় রেলকর্মীর সিগন্যাল ভেঙে দ্রুতগামী একটি বাস সজোরে রেলের ইঞ্জিনকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বাসটি উল্টে যায়।

এতে বাসটির দুই যাত্রী ছাড়াও রেলের পয়েন্টসম্যান গুরুতর আঘাত পান। এর মধ্যে পয়েন্টসম্যান আজিজুল হক মারা যান ঘটনাস্থলেই। অন্যদিকে গুরুতর আহত দুই বাসযাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিপি

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!